Welcome to the official Web Site of Sabuj Sangha Alambazar
Post date: Aug 08, 2020 12:16:51 PM
সবুজ সঙ্ঘর উদ্যোগে 08.08.2020 রাজেন্দ্র চ্যাটার্জি রোড ,বিদ্যায়তন সরণি আংশিক ও হাতেম মুন্সি লেন অঞ্চলে করোনা জীবাণুনাশক রাসায়নিক তেল দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে ,মানুষের বিপর্যয়ে আমরা সব সময় আমাদের সাধ্যমত পাশে দাঁড়াতে চেষ্টা করি। আমাদের এই উদ্যোগে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে সফল করেছে।