Welcome to the official Web Site of Sabuj Sangha Alambazar
Post date: Apr 13, 2017 9:58:18 AM
" উপহারের বিনিময়ে রক্ত দেওয়া ও নেওয়া সামাজিক অপরাধ "
৩০শে এপ্রিল ২০১৭ "রক্তের জন্য হাঁটুন " এক বর্নাঢ্য পদযাত্রা ও ৭ই মে ,২০১৭, সবুজ সংঘ প্রাঙ্গনে বরানগরে সর্বপ্রথম ধারাবাহিক ৩০তম বার্ষিক রক্তদান শিবির, সফলতার সঙ্গে অনুষ্ঠিত হবে। সকলের প্রানবন্ত উপস্থিতি ও সক্রিও সহযোগিতায় আমাদের প্রচেষ্ঠাকে সার্থক করে তুলুন ।