"রক্তদানের মাধ্যমে উপহার দেওয়া -নেওয়া উভয়ই একটি সামাজিক অপরাধ "
বরানগরে সর্বপ্রথম ধারাবাহিক ৩৩ তম রক্তদান শিবির, সফলতার সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে সকলের প্রানবন্ত উপস্থিতি ও সক্রিয় প্রচেষ্টা সার্থক হোক
নির্বাচন জনিত ও অসহনীয় গরম এর কারণে দীর্ঘ দু মাস রক্তদান শিবির না হওয়ায় ব্লাড ব্যাঙ্কের এর আবেদনের ভিত্তিতে ১৯শে মে ২০১৯ সন্ধ্যা ৭টা থেকে এক জরুরিকালীন রক্তদান শিবির সংগঠিত হয়েছে ।